বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচং-হবিগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে। গত বুধবার কাজ শুরুর খবর পেয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের উমেদনগর এলাকায় খান অটো রাইস মিলের সামনে কালারডোবা ব্রীজের উত্তরে ও সুবিদপুর ইউপি কমপ্লেক্স সংলগ্ন খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ১০/১২জন করে শ্রমিক এজিংয়ের কাজ করছেন। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, চানপুর চা বাগান থেকে ৩২ জন শ্রমিক এনে সকালে কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে আরো শ্রমিক বাড়ানো হবে। প্রথমে উমেদনগর থেকে আতুকুড়া বাজার সংলগ্ন ব্রীজ পর্যন্ত সড়কের দুই পাশের এজিং ঠিক করা হবে এরপর একসঙ্গে পিচ ঢালাই করা হবে। আগামী রবি-সোমবার ম্যাকাডমের জিনিসপত্র আনা হবে এবং পরে মেশিনপত্র নিয়ে আসা হবে বলেও তিনি জানান। বৃষ্টিপাতের মৌসুমের বিষয় চিন্তায় রেখে দ্রুত কাজ করা হবে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাদের ঠিকাদার সাহেবের ২০/২২টি গাড়ি আছে সবগুলো একসঙ্গে এই সড়কের কাজে লাগিয়ে খরার ভেতরেই কাজ শেষ করে ফেলা হবে। তার সঙ্গে থাকা হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বাশারুল জানান, কাজের মান ঠিক রেখে খুব দ্রুত যাতে পুরো সড়কটি মেরামত করা যায় সে ব্যাপারে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম গণমাধ্যমের কাছে কাজ শুরুর কথা স্বীকার করে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com