শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা ॥ গুম খুনের নিন্দা আইনজীবীদের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভায় বক্তারা বলেছেন- জাতীর এই ক্রান্তিলগ্নে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সারা দেশে গুম খুনের নিন্দা জানিয়ে আইনজীবী নেতারা বলেন-রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো নাগরিক নিখোঁজ হলে এর দায়ভার সরকার এড়াতে পারে না। একই সাথে গুম খুনের ঘটনা প্রমাণ করে রাষ্ট্র সঠিক পথে চলছে না। গতকাল সোমবার বার লাইব্রেরীর ফৌজদারী শাখার দ্বিতল ভবনে আইনজীবী ফোরামের সভাপতি সাবেক স্পেশাল পিপি এডভোকেট শামসু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট মোঃ রমিজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আফরাজ আফগান চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আফতাব উদ্দিন, বর্তমান সেক্রেটারী মনজুর উদ্দিন আহমেদ শাহিন, সাবেক সেক্রেটারী সিনিয়র আইনজীবী এডভোকেট প্রফেসর আজমান আলী, সাবেক সেক্রেটারী এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাবেক সেক্রেটারী এডভোকেট বদরুল আলম বদরু মিয়া, এডভোকেট ও ইউপি চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস শহিদ, এডভোকেট মোঃ আব্দুল হাই প্রমূখ। আইনজীবী নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা করেন। হবিগঞ্জ আইনজীবী সমিতির দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখা, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় রাখা, নির্বাচনে যোগ্য প্রার্থীদের পক্ষে সমর্থন দেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সারা দেশে হরতাল অবরোধে নিহতদের আত্মার মাগফিরাত কামনায়, নিপীড়ন নির্যাতনে আহত ও কারাবন্দীদের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com