স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় নব-নির্বাচিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আরডি হল মিলনায়তনে হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ এর পরিচালনায় কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েশনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সর্বসম্মতিক্রমে টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ দ্বিতীয় বারের মত বিপুল ভোটে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এসোসিয়েশনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, বিটিভি প্রতিনিধি আলমগীর খান সাদেক, চ্যানেল এস প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, একুশে টিভি প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, দেশ টিভি প্রতিনিধি ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, ইসলামী টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী প্রমুখ।