স্টাফ রিপোর্টার ॥ সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাচাঁও এ শ্লোগান নিয়ে দেশের বিরাজমান পরিস্থিতি থেকে উত্তোরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে ব্যবসায়ীরা মানববন্ধন পালন করে। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২ থেকে ১২টা ১৫মিনিট পর্যন্ত শহরের এম সাইফুর টাউন হলের সামনে প্রধান সড়কে ব্যবসায়ীরা পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শুভাচ্ছো বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্র্রাষ্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। মানববন্ধনে উপস্থিত ছিলেন, চেম্বার এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অজেয় বিক্রম দাশ শিবু, পরিচালক আতাউর রহমান সেলিম, মোঃ মিজানুর রহমান, নাসির উদ্দন, দেওয়ান মিয়া, ফজলে রাব্বি রাসেল, দুলাল সূত্রধর, কায়সার আহমেদ চৌধুরী জনি, এস এম হেমায়েত উল্লা রিজু, শেখ আনিসুজ্জামান, সোহেল রানা তালুকদার, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফরিদ মিয়া, জগদিশ মোদক, এমদাদুল রহমান বাবুল, হিরাজ মিয়া, স্বপন লাল বণিক, আব্দুল আহাদ, কুদ্দুস মিয়া, সফিক মিয়া, শাহ মোবাশ্বির আলী, হাবিবুর রহমান খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহবাজ চৌধুরী, তোফায়েল ইসলাম কামাল, নুরুল ইসলাম জুয়েল, তুহিনুজ্জামান, পার্থ স্বারথি রায়, ব্যবসায়ী আহমেদ কবির আজাদ, সামছু মিয়া, সমীর বণিক, আব্দুর রউফ, অলিউর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মইন উদ্দিন চৌধুরী সাম্মু, এম এ আজিজ ইউনুছ, আহমদুজ্জামান খান শুভ। এছাড়া হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।