শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

বানিয়াচংয়ে কলেজ ছাত্রীকে যৌন হয়রানী ॥ প্রতিবাদে সড়ক অবরোধ ও সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর শেখ সামছুল হক কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ ও সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেখ সামছুল হক কলেজের সামনে হবিগঞ্জ-সুজাতপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় বেশ কিছু অটোরিক্সা আটকে রাখে তারা। পরে কলেজের পরিচালনা কমিটির সদস্য সামছুল হক তালুকদারের সভাপতিত্বে ও আব্দুল আউয়াল মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক মেম্বার  ইদ্রিছ মিয়া, নূরুল হুদা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী, জাহির মিয়া, প্রভাষক রাজ কুমার, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবিদুর রহমান, জাহাঙ্গীর আলম আনছারী, ফারুক হসিাইন বেলু, কাজী মোস্তাক আহমেদ, আব্দুল মিয়া, আব্দুল জলিল, কলেজ ছাত্রী শারমীন আক্তার তরী, ফিরোজ মিয়া, আবিদুর রহমান, লিটন তালুকদার।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ শহর থেকে প্রাইভেট পড়া শেষে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে উত্তর সাঙ্গর শেখ সামছুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী বিথী রাণী দাশকে যৌন হয়রানির চেষ্টা করে অটোরিক্সা চালক মোজাফ্ফর ও তার বন্ধু জিলাই মিয়া। এ সময় ওই ছাত্রী নিজেকে বাঁচাতে চলন্ত অটোরিক্সা থেকে লাফিয়ে পড়ে আহত হয়। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ দায়ের করেননি। স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে বলে শুনেছি। তবে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সমাবেশে বক্তারা বলেন, এ সড়ক দিয়ে একটু রাত হলে সিএনজি অটো রিক্সা চালকরা নিজেদের ইচ্ছা মতো ভাড়া আদায় করে নিচ্ছেন। এনিয়ে প্রায় সময় তাদের সাথে সাধারণ যাত্রীদের তর্কবির্তক হচ্ছে। অনেক সময় যাত্রীরা বাধ্য হতে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে। এছাড়াও সিএনজিসহ অন্যান্য পরিবহনের চালকরা এলাকার কলেজগামী ছাত্রীদের সাথে ভাড়া নিয়ে প্রায় সময় দুর্ব্যবহার করছে। সমাবেশে কলেজ ছাত্রী শারমীন আক্তার তরী জানান, একটা বখাটে যে ভাবে আমাদের সহপার্টির ইজ্জত লুন্ঠন করার জন্য জোর পূর্বক চেষ্ঠা চালিয়েছে তার বিচার না হলে ভবিষ্যতে আমাদের এ ধরণে সমস্যায় পড়তে হবে। আমি কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বখাটেদের বিচার দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com