শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিখোঁজের ১৯ দিন পর শ্বশুর বাড়ীর লাকড়ি ঘরের গর্তে লুকিয়ে রাখা ॥ নবীগঞ্জের যুবকের লাশ উদ্ধার ॥ স্ত্রী-শ্যালক ও মামাতো ভাইসহ আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পার্শ্ববর্তী গুড়ারাই গ্রামের মশিউর রহমান মিছলু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ১৯দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিছলু মিয়ার মামাতো ভাই একই গ্রামের সফিক মিয়ার একটি পরিত্যক্ত  ঘরের Pic 02-01-15=5 copyভিতরে গভীর গর্ত থেকে গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সফিক মিয়ার মূল বাড়ি নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামে। তিনি গোড়ারাই গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্যালক ও সফিকসহ ৪জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর পরই গ্রামবাসী বিক্ষোভ করে জড়িতদের ফাঁসির দাবী জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিত মিছলু মিয়া গুড়ারাই গ্রামের বাসিন্দা হলেও মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকায় স্বপরিবারের বসবাস করতেন। তার শ্বশুর বাড়ি একই ইউনিয়নের কেশবচর গ্রামে। তিনি বেশীরভাগ সময়ই শ্বশুর বাড়ি কেশবচর গ্রামে অবস্থান করতেন। গত ১৪ ডিসেম্বর মামাতো ভাই সফিক মিয়ার সাথে শ্বশুর বাড়ি থেকে ded mislu picবের হয়ে ফিরে যাননি মিছলু মিয়া। কোন সন্ধান না পেয়ে দুই দিন পর ১৭ ডিসেম্বর মিছলু মিয়ার স্ত্রী মায়ারুন বেগম তার স্বামী নিখোঁজ হয়েছে মর্মে মিছলু মিয়ার বাড়িতে খবর দেন। তার বাড়ির লোকজনও সন্ধান না পেয়ে মিছলু মিয়ার ভাই সুফি মিয়া বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর মিছলুর স্ত্রী মায়া বেগম, মায়া বেগমের ভাই ফয়জুর রহমান, ভগ্নিপতি আব্দুল হাকিম ও চাচাত ভাই খালিছ মিয়াকে আসামী করে থানায় মামলা (নং- ২১) দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে মিছলু মিয়ার স্ত্রী মায়ারুনকে থানায় ডেকে আনেন। গত বৃহস্পতিবার বিকালে মায়ারুন বেগম তার ভাই ফয়েজ মিয়াকে সাথে নিয়ে থানায় হাজির হন। এ সময় মায়ারুনকে জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়। এ সময় মায়ারুন বেগম ও তার ভাই ফয়েজ মিয়াকে আটক করে পুলিশ। এক পর্যায়ে মোবাইল ফোন ট্রাকিং করে নিহত মিছলু মিয়ার ব্যবহৃত ফোন লামুয়া গ্রামের ছমিরুন নেছা নামে এক মহিলার কাছ থেকে উদ্ধার করে এবং তাকে আটক করে পুলিশ। আটক ছমিরুন পুলিশকে জানায় সে ওই মোবাইলটি পাশের গুড়ারাই গ্রামের নিহতের মামাতো ভাই সফিক মিয়ার কাছ থেকে পেয়েছে। এমন তথ্য এবং কললিষ্টের সূত্র ধরে পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে পুলিশ গতকাল শুক্রবার সকালে সফিকের বাড়ির একটি পরিত্যক্ত লাকড়ীর ঘরের ভিতর থেকে ডোম দিয়ে প্রায় ১ ঘন্টা মাটি খুঁেড় প্রায় ৫ফুট গভীর গর্ত থেকে মিছলু মিয়ার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর পর গ্রামের ও আশপাশ এলাকার শত শত মানুষ খুনিদের ফাঁসির দাবী করে বিক্ষোভ মিছিল করেছে। এলাকাবাসী জানান, নিহত মশিউর রহমান মিছলু প্রায় ৭ বছর আগে একই এলাকার Pic 02-01-15=1 copyকেশবচর গ্রামের মায়ারুন বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে প্রায়ই মিছলু স্ত্রী, সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি থাকতো। কিন্তু ১৪ ডিসেম্বর শ্বশুর বাড়ি থেকে মামাতো ভাই সফিক মিয়া মিছলু মিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ওই খবরটি নিহতের পরিবারের নিকট ৩দিন পর পৌছার ঘটনাটিও রহস্যজনক। নিহতের ভাই সুফি মিয়া বলেন, আমার ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে জানিনা। ওই হত্যাকান্ডের প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনসহ দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তিনি। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুস ছালেক জানান, নিহত মশিউর রহমান মিছলু ১৪ ডিসেম্বর শ্বশুরবাড়ি থেকে নিখোঁজের ৩ দিন পর ১৭ ডিসেম্বর থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে তদন্তের এক পর্যায়ে মোবাইল ফোন ট্র্যাকিং এবং কললিষ্টের সূত্র ধরে ইতিপূর্বে নিহতের স্ত্রী, শ্যালক ও ছমিরুনকে গ্রেফতার ও মৃতের ব্যবহৃত মোবাইল করা হয়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে সফিক মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় সফিক মিয়া পুলিশের কাছে ঘটনার স্বীকারোক্তিমূলক জবান বন্দি দেয়। তার স্বীকারোক্তি মতে শুক্রবার গভীর রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মিছলু মিয়ার লাশ ঘরের ভিতরে মাটির নীচে পুতে রাখার বিষয়টি নিশ্চিত হয়। এবং সকাল ১১ টার দিকে মাটির নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ওসি আব্দুস ছালেক বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডটি পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনসহ অপরাধীদের গ্রেফতার করা হবে।
এলাকাবাসী এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের ফাঁসি দাবী করেন। এ সময় গ্রামবাসী ঘাতকদের ফাঁসির দাবী করে বাড়ির পাশের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।
সফিক মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামে। তিনি গোড়ারাই গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করতেন।
নিহত মিছলুর ১ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com