শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার কৃষি ব্যাংক কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি ফরিদ আহমেদ রাজুর স্ত্রী ইন্তেকাল বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

শহরে ফিল্মি স্টাইলে জমি দখল ॥ সমাচার সম্পাদকের বাসা অবরুদ্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রধান সড়ক সংলগ্ন পুরাতন হাসপাতাল এলাকায় ফিল্মি স্টাইলে প্রকাশ্যে দিবালোকে জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিকের বাসা। জানা যায়, বাসার সামনের একটি রাস্তা নিয়ে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ওই এলাকার আব্দুস শহিদ বুলবুলের পুত্র জীবন ও বাধনের। এ নিয়ে বেশ  কয়েকবার হয় সালিশ বৈঠক। প্রতিবারই সালিশ বৈঠকের বিচারকগণ চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে রাখার নির্দেশ দেন। কিন্তু কিছুদিন পূর্বে উল্লেখিত বিরোধের জের ধরে প্রতিপরে লোকদের হামলার শিকার হন সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক। এ ঘটনাটি নিষ্পত্তির লক্ষ্যে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের মধ্যস্থতায় প্রেসক্লাবে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোস্তফা রফিকের পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনা করে হামলাকারীরা। এ সময় পরবর্তীতে হামলাকারীরা এ ধরনের ঘটনায় জড়িত হলে ২৫ হাজার টাকা মুছলেকার সিদ্ধান্ত হয়। ওই সালিশে বিরোধীয় ভূমির বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেন চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল।
কিন্তু বিষয়টি সালিশে থাকা অবস্থায় গত বুধবার দুপুরে জীবন ও বাধনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে জায়গাটিতে টিনের বেঁড়া দেয়। এতে সমাচার সম্পাদকের বাসাটি অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় বাসার মহিলারা বাধা দিলে এরা প্রাননাশের হুমকী দেয়। এ ঘটনার পর ওই দিনই হবিগঞ্জ প্রেসক্লাবে এক সভা পরবর্তী পদক্ষেপের জন্য ৪ সদস্যের এক কমিটি গঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com