সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আউশপাড়া গ্রামে দু’দলের সংঘর্ষে আহত ১০ বাড়ি ঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এসময় বাড়িঘরে হামলা ভাংচুর,  অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের এখলাস মিয়ার সাথে প্রতিবেশী জুয়েল মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল উভয় পরিবারের মহিলাদের মধ্যে বাকবিতন্ডা ও চুলাচুলির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মুক্তারচান বিবি (৯০), জুলী (২০), রাবিয়া (৩৫), পারুল (৩০), লালচান বানু (৪০) ও জুয়েল মিয়া (২৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com