শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মাধবপুরে পর্নোগ্রাফি ব্যবসা জমজমাট আসক্ত হচ্ছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান গুলোতে মোবাইল ফোনে মেমোরী কার্ড লোডের নামে অবাধে চলছে পর্নোগ্রাফি বিপণন ব্যবসা। সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারীর অভাবে ক্রমশ এ ব্যবসা বেড়েই চলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামের সাধারন যুব সমাজ থেকে শুরু করে স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়েছে পর্নোগ্রাফি প্রতি। ফলে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নষ্ট হওয়ার পাশা-পাশি সমাজে বাড়ছে ইভটিজিং। ফলে অভিভাবক মহলে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে। পৌর সদর সহ ১১টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মোবাইল ফোনের দোকানে পর্নোগ্রাফি আপলোট করা হচ্ছে। এসব ব্যবসা প্রতিষ্টানে মেমোরী কার্ডে একটি বিদেশী পর্নোগ্রাফি লোড করতে নেওয়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা পুরো মেমোরী কার্ড লোড করতে নেয়া হয় ১শ থেকে দেড়শ টাকা। এছাড়া দেশীয় যে সব পর্নোগ্রাফি সম্প্রতি বেড়িয়েছে সে গুলো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এসব পর্নোগ্রাফি পাত্র পাত্রী হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন। আর এ কারনে এসব পর্নোগ্রাফির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশী। আর এ আগ্রহকে পুজি করে পর্নোগ্রাফি বিক্রেতারা অর্থ হাতিয়ে নিচ্ছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে কিশোর ও কিশোরীরা ভিড় জামায় মেমোরী কার্ডে অশ্লিল ভিডিও লোডের জন্য। বর্তমানে তরুন ও যুব সমাজে একটি বৃহৎ অংশের কাছে এখন মাদকের নেশার চেয়েও বেশী পর্নোগ্রাফি দিকে আসক্ত হয়ে পড়েছে। সম্প্রতি সরকার পর্নোগ্রাফি সংরক্ষন ও বিপণনের বিরুদ্ধে সংশোধিত কঠোর আইন প্রণয়ন করলেও এ সম্পর্কে অসচেতন অধিকাংশরাই। সমাজের সচেতন মহল মনে করেন, এ অবস্থায় পর্নোগ্রাফি আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহন প্রয়োজন। পর্নোগ্রাফি আধুনিক প্রযুক্তির উৎকর্ষতার ফল। বর্তমানে সমাজের অবক্ষয়ের জন্য এটি একটি বড় উপাদান হিসেবে কাজ করছে। এ অবক্ষয় রোধের জন্য সামাজিক সচেতনতা অতন্ত জরুরী। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমাদের আগামী প্রজন্ম বিপথে যাবে এবং সমাজে মূল্যবোধ ও নৈতিকতার চরম অভাব দেখা দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com