শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

নবীগঞ্জে বাড়ি দখলকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাড়ি দখলের ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে একই পরিবারের ৫জনসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরে নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের এবারত উল্লার বাড়িতে এ হামলা ও সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে-ওই গ্রামের অসহায় এবারত উল্লার স্ত্রী নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে যে বাড়িতে ভোগ দখল ও সন্তান সন্ততি নিয়ে বসবাস করছেন সেই বাড়িটি একই গ্রামের প্রভাবশালী মহিবুর রহমান নিজের দাবী করে একাধিকবার জবর দখলের ব্যর্থ চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি দেওয়ানী আদালতে স্বত্ব মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মহিবুর রহমানের পক্ষে রায় দেন। রায়ের বিরুদ্ধে নুরজাহান বেগম উচ্চ আদালতে স্বত্ব আপীল মোকদ্দমা নং ৭৪/১৪ইং দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এরই মধ্যে গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে নুরজাহান বেগমের পরিবারের লোকজন ঘুমে থাকাবস্থায় মহিবুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একদল লোক বাড়িটি দখলের জন্য হামলা চালায়। এসময় নুরজাহানের লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে নুজাহানের পরিবারের ৫জনসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত আলফু মিয়া (৫৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আকিকুর রহমান (৩৩), এবারত উল্লা (৭০), আমির চান বিবি (৪৫), নুরজাহান বেগম (৫২), মমিনা বেগম (১৯), আছাদুর রহমান (৯), রূপজান বিবি (৪০), মহিবুর রহমান (৫৩) ও মকবুল হোসেন (৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত চিকিৎসাধীন নুরজাহান বেগম জানান, মহিবুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় অহেতুক তার এসএ মালিকানাধীন উক্ত বসত বাড়িটি জবর দখলের অপচেষ্টা করছেন এবং তার লোকজন নিয়ে অতর্কিতভাবে বাড়িঘরে হামলা ও ভাংচুর করেন। এর প্রতিবাদ করলে তিনি, তার স্বামী, ছেলে, মেয়েসহ উল্লেখিত লোকজন গুরুতর আহত হয়। এ ব্যাপারে মহিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com