ছনি আহমেদ চৌধুরী ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ জেলায় সবচেয়ে আলোচিত আসন এখন নবীগঞ্জ-বাহুবল নিয়ে গঠিত হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন। নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিএনপি সারাদেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও এই গুরুত্বপূর্ণ আসনে কোনো প্রার্থীর নাম না থাকায় নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা নেমে এসেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের সময় জানান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। এই ঘোষণার পর থেকেই নবীগঞ্জ ও বাহুবল জুড়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রার্থী ঘোষণার আহ্বান জানিয়েছেন।
প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২০ (বর্তমান হবিগঞ্জ-১) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান চৌধুরী, ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে মাহবুবুর রব সাদী নির্বাচিত হন। জেলা প্রতিষ্ঠার পর ১৯৮৬ সালের নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের ইসমত আহমেদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এডভোকেট আব্দুল মোছাব্বির এবং ১৯৯১ সালে জাতীয় পার্টির খলিলুর রহমান চৌধুরী বিজয়ী হন।
১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির শেখ সুজাত মিয়া প্রথমবারের মতো জয় লাভ করেন। একই বছরের জুনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী বিজয়ী হন এবং ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনিই ধারাবাহিকভাবে নির্বাচিত হন।
দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুর পর ২০১১ সালের উপ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে পরাজিত করে বিএনপির শেখ সুজাত মিয়া ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সারা দেশে চমক সৃষ্টি করেন।
এরপর ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, ২০১৮ সালে আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এবং ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাততুল কিবরিয়া কেয়া চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সাল থেকে নবীগঞ্জে বিএনপিকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ সুজাত মিয়া। তাঁর নেতৃত্বে নবীগঞ্জ-বাহুবল এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত হয়। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি শেখ সুজাত মিয়াকে মনোনয়ন দিলেও জোটগত সমঝোতার কারণে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়াকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়। দলীয় সিদ্ধান্তে তখন শেখ সুজাত মিয়া মনোনয়ন প্রত্যাহার করেন।
হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শাহ মোজাম্মেল নান্টু, যুক্তরাজ্য যুবদল নেতা তালহা চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুখলিছুর রহমান।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, “এই আসনে বিএনপির শক্ত সাংগঠনিক ভিত্তি রয়েছে। দলীয় প্রার্থী ঘোষণা না হওয়ায় মাঠের কর্মীরা হতাশ। তাই স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতাকে মনোনয়ন দিতে হবে।”
তবে প্রার্থী ঘোষণার বিলম্বে এই আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হচ্ছে। নতুন করে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। গুঞ্জন রয়েছে- শেষ মুহুর্তে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে পারেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হবিগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণার বিলম্ব মাঠ পর্যায়ে বিএনপির প্রস্তুতিতে প্রভাব ফেলবে। তবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার সময় স্থানীয়ভাবে গড়ে ওঠা কোনো যোগ্য নেতাকে মনোনয়ন দেয়ার দাবি তুলেছেন।