ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ তেল, ডালডা ও ক্রিম ব্যবহার করার দায়ে দুটি বেকারিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের একটি দল সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আউশকান্দি হীরাগঞ্জ বাজারের আরাফাত বেকারি ও হানিফ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল, ক্রিম এবং ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানকালে এসব অপরাধের প্রমাণ পাওয়ায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে ৫০ হাজার টাকা এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী সুজন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।