নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন মামলায় নিরীহ লোকজনকে ফাঁসানোর কথা বলে প্রবাসীদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় লোকজন শাহীন তালুকদারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।
কিছুদিন পুর্বে নবীগঞ্জ করগাও ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে পুলিশের মাধ্যমে ধরিয়ে দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, নবীগঞ্জ করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের শাহিন তালুকদার হাসিনা সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেছে। ৫ই আগষ্টের পর ওই শাহিন টিসিবির জনৈক ডিলার মশিউর রহমান ও বারিন্দ্র সরকারের কাছে প্রকাশ্যে চাদা দাবি করে। চাঁদা না দেয়ায় তাকে লোকজন নিয়ে মারধর করে পুলিশ দিতে চায়। এ সময় শাহিন জনতার রোষানলে পরে হামলায় গুরুতর আহত হয়। ওই ঘটনায় জনৈক ডিলার তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় পুলিশের সাথে তার শখ্যতা গড়ে উঠে। ফলে সে নিজেকে পুলিশের ঘনিষ্ট লোক পরিচয় দিয়ে এলাকায় চষে বেড়ায় এবং এটাকে কাজে লাগিয়ে নিরীহ লোকজনের কাছে চাদা দাবী করে। অন্যতায় ডেবিল হিসেবে তাকে গ্রেফতারসহ বিভিন্ন মামলায় ফাসাঁনোর হুমকী দেয়। যুবদল নেতা শাহিন থানায় আসার যাওয়ার সুবাদে নিরীহ পরিবারের লোকজনকে হয়রানি এবং থানায় আগত নির্যাতিত লোকজনকে পুলিশিং সহায়তা প্রদান করার নাম করে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এলাকাবাসী শাহিন তালুকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। পাশাপাশি দল থেকে তাকে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতিও দাবী জানান ভুক্তভোগীরা।
এ সব বিষয়ে শাহিন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার রাজনৈতিক এবং পারিবারিক অনেক শক্র রয়েছে। তারা আমার বিরুদ্ধে এ সব অপপ্রচার করাচ্ছে।
এ ব্যাপারে বাহুবলের সার্কেল এসপি জহিরুল ইসলাম বলেন, কেউ পুলিশের নাম ব্যবহার করে হয়রানী বা চাদাঁবাজির সুর্নিষ্টিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।