স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন কোর্টে পেন্ডিং থাকা প্রায় ১৩’শ সাজা ও গ্রেফতারী পরোয়ানা বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে সকল কোর্টের জিআরও ও ইন্সপেক্টর সিডিএম সংযুক্ত করে বিভিন্ন থানায় গত ৩১ অক্টোবর প্রেরণ করা হয়। গ্রেফতারী পরোয়ানা যাওয়ার সাথে সাথে গত দুই দিনে প্রায় অর্ধশতাধিক আসামি ধৃত করে আদালতে পাঠানো হয়। এতে করে ভুক্তভোগী বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পাবেন বলে মনে করছেন। অনেকদিন ধরে সাজা ও গ্রেফতারী পরোয়ানা পেন্ডিং ছিলো। পরে পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন থানার অপারেটর এসে সিডিএম সংযুক্ত করে হবিগঞ্জের বিভিন্ন থানাসহ জেলার বিভিন্ন থানায় পাঠানো হয়।