স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সার্বিক নিরাপত্তা বিধানে সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে তেলমাছড়া বিট অফিস সংলগ্ন ভবনে পুলিশ ফাঁড়ি ছিল। যা নিরাপত্তার প্রতীক হিসেবে পরিচিত ছিল। কিন্তু ম্যালেরিয়ার ভয়াবহ প্রাদুর্ভাবে একাধিক পুলিশ সদস্যের মৃত্যু হলে কর্তৃপক্ষ প্রায় ২৫ বছর পূর্বে ফাঁড়িটি তুলে নেয়। তারপর কেটে গেছে সময়, বদলে গেছে পরিস্থিতি ও পরিবেশ। কিন্তু আর ফিরেনি সেই পুলিশ ফাঁড়ি। এখন আর আগের মতো ম্যালেরিয়া নেই। উন্নত চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা ও সরকারি উদ্যোগে এই রোগ প্রায় বিলুপ্ত। তবে শান্ত সেই বনাঞ্চলে এখন দেখা দিয়েছে নতুন বিপদ-বাড়ছে অপরাধ। তেলমাছড়া, সাতছড়ি, সুরমা, চাঁনপুর ও চন্ডিচড়া চা-বাগান ঘিরে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। রাতে সুযোগ পেলেই অপরাধ লিপ্ত হচ্ছে দুর্বৃত্তরা। প্রতিদিন শত শত মানুষ সাতছড়ি জাতীয় উদ্যান, তেলমাছড়া বন, চা-বাগান ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। বিশেষ করে বিকেলের পর প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখর থাকে এইসব এলাকা। কিন্তু এই সুযোগে রাতের অন্ধকারে মাদক পাচার, কাঠ চুরি, নারী পর্যটক হয়রানি ও বনের সম্পদ লুটের ঘটনা ঘটছে নিয়মিতভাবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, “যখন পুলিশ ফাঁড়ি ছিল, তখন রাতে নিশ্চিন্তে চলাফেরা করা যেত। এখন অচেনা লোকজন ঘুরে বেড়ায়, কে কী করছে তা কেউ জানে না।” একই অভিযোগ করেন চা-বাগানের শ্রমিকরাও। তারা জানান, “রাতের বেলায় অপরিচিত লোকজন আসে, গাছ কেটে নেয়, কখনো সরঞ্জাম চুরি করে, কিন্তু পুলিশ আসতে আসতে সবাই পালিয়ে যায়। শিল্প কারখানা থেকে কাজ শেষে বাড়ির ফেরার পথে তাদের অনেক কিছু খোয়া যায়। এলাকার ব্যবসায়ী নারায়ণ সাহা জানান, “পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভোগে। সন্ধ্যার পর কেউ আর থাকে না। এতে আমাদের ব্যবসাও ক্ষতি হয়। এখনই সময় ফাঁড়ি পুনর্বহালের। তার মতে, তেলমাছড়া এলাকা শুধু অপরাধ দমন নয়, পর্যটন উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের স্থায়ী উপস্থিতি থাকলে অপরাধীরা নিরুৎসাহিত হবে, আর পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন। ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, “এলাকায় যেভাবে পর্যটনের প্রসার ঘটছে, তাতে নিরাপত্তা এখন প্রথম শর্ত। প্রশাসনের উচিত দ্রুত পুলিশ ফাঁড়ি স্থপন করা। বর্তমানে চুনারুঘাট ও মাধবপুর থানা থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। ফলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এই সময় ব্যবধানই অপরাধীদের সাহস জোগায়। ফাঁড়িটি যদি সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে তেলমাছড়া ফরেষ্ট অফিস সংলগ্ন স্থানে পুনঃস্থাপন করা হয়, তাহলে পুরো বনাঞ্চল, বাগান ও পর্যটন কেন্দ্র পুলিশের আওতায় আসবে। এতে ওই এলাকার নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি পর্যটনেরও প্রসার ঘটবে।
হবিগঞ্জ পুলিশ সুপার একেএম সাজেদুর রহমান জানান, সাতছড়ি উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁড়ি দেওয়া যায় কিনা বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হবে।