নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ৬৮ হাজার গ্রাম বাংলার রূপকার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। গতকাল সোমবার ১৪ জুলাই বিকাল ৩ টায় সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র বাসভবনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাকফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মিলাদ হোসেন সুমন, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বদরুল হক আব্দুল হাই, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আফজল মিয়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুল কদ্দুস খান, ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য নিয়ামুল করিম অপু, উপজেলা মহিলা পার্টির সভাপতি নুরজাহান বেগম চম্পা, পৌর যুবসংহতির সাবেক সভাপতি নিউটন সুত্রধর, স্বেচ্ছাসেবক পার্টি সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, করগাও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাপানেতা গুলেমান খান, বিকাশ দাস, আনহার মিয়া প্রমুখ।