স্টাফ রিপোর্টার ॥ নৈতিক শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। শিশুরা মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে বেড়ে উঠলে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। শিশুদের নৈতিক চরিত্র গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হবিগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
বক্তরা আরো বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ ও শিশুদের মূল্যবোধভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা দিন দিন গুরুত্ব পাচ্ছে। তাই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব অপরিসীম।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, সদর মডেল থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বাংলাপিডিয়া গবেষক নিক্সন তালকুদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, হবিগঞ্জ রামকৃষ্ণ গোসাই আখড়া’র সভাপতি শংকর পাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাড. মুরলী দাশ ধর। প্রকল্পের মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্যরে সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, কালাউক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেমেন্দ্র দাশ নিতাই, কেন্দ্র শিক্ষক শংকর অধিকারী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক একেএম হাবিবুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শ্রীশ্রী রাধামাধব জিউড় আখড়া ধর্মীয় বয়স্ক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থী সপ্তর্ষি দাশ।
কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কেন্দ্র শিক্ষকসহ দেড়শ’ জন অংশগ্রহণ করেন।