স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে আদম আলী নামে শতবর্ষী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজি করে না পেয়ে গত ২৬ জুন সদর থানায় জিডি করেন তার ছেলে তাহির মিয়া। জানা যায়, গত ১৬ জুন বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিরূপায় হয়ে তার পুত্র সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১৭৫৫। ওসি কেএম শাহাবুদ্দিন জানান, বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আদম আলীর পরিবার এতে শংকিত আছেন। তারা শায়েস্তানগরের বাসিন্দা।