স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ২ ছিচকে চোরকে আটক করা হয়েছে। তারা হল, হরিপুর এলাকার সফিক মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০), একই এলাকার জীবন মিয়া (২৫)। গত শনিবার গভীর রাতে একদল পুলিশ তাদের আটক করে। পরে তাদেরকে গত রবিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।