স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকরা হল, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের ছাত্তার চকদারের পুত্র অপু চকদার (৩২), নুরু মৃধার পুত্র মোহন মৃধা (৩০)। গত রবিবার বিকালে র্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেন। রাতেই তাদেরকে চুনারুঘাট থানায় হসান্তর করা হয়।