মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ইজারা বিহীন খোয়ারি থেকে ও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল বুধবার বিকেলে মাধবপুর সহকারী কমিশনার (ভুমি) মুজিবুর রহমান এ অভিযান করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোঃ শাহিদ মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। শহিদ মিয়া বড়ধলিয়া গ্রামের আছমত আলীর ছেলে। মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে যারা মাটি বালু পাচার করে তাদের বিরুদ্ধে কড়া অভিযান চলবে।