স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় কমিটির সদস্য সচিব আহমেদ রেজা হাসান মাহীসহ ৪ জনের উপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাহদী বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় গতকাল এই মামলাটি দায়ের করেন। এদিকে হামলার ঘটনায় গ্রেফতারকৃত নূর মিয়া রেজাউল হাসান রাজুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অভিযুক্তরা হলেন- উমেদনগর আলগা বাড়ির আব্দুল মতিনের পুত্র সাবেক বর্তমানে বহিস্কৃত সমন্বয়ক এনামুল হক সাকিব (২৪), বহুলা গ্রামের মেন্দি মিয়ার পুত্র নুর আলম (২৪), উমেদনগর গ্রামের সিহাব (২৪), ওই গ্রামের সালমান আহমেদ (২১), পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনি রায় (২৩), শায়েস্তানগরের রেজাউল হাসান রাজু (২৫), ইনাতাবাদের রাসেল (২২), সিনেমা হলের নুর মিয়া ২৪), স্টাফ কোয়ার্টারের মৃদুল (২৪) সহ ৯ জনকে আসামি করে অজ্ঞাত আরও ১৫/২০ জন। এর মাঝে রাজু ও নুর মিয়াকে পুলিশ আটক করেছে।