চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকান্ডের প্রধান আসামী কাপ্তান ও মোতাব্বির সহ অন্যানী আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এতো দিনেও মূল আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি। এ বছরের ১৯ এপ্রিল সন্ত্রাসীরা রাম দা দিয়ে কুপিয়ে খুন করে। কিন্তু এতদিনেও আসামী গ্রেপ্তার হয় নি। আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।
গতকাল দুপুরে চুনারুঘাট থানার সামনে এক মানববন্ধনে এ কথা বলেন। মাওলানা শফিকুর রহমান আজাদীর সভাপতিত্বে এতে বক্ত্যব্য রাখেন জামাতে ইসলামী গাজীপুর ইউনিয়ন শাখার আমীর নুরুল ইসলাম সাজল, চুনারুঘাট বাজার ব্যবসায়ী সমিতির মীর সাহেব আলী, সিরাজুল ইসলাম, সোহেল। বক্তারা বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় এ নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।