স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও গ্রামে আমেরিকা প্রবাসীসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই গ্রামের নজরুল ইসলাম চৌধুরীর কন্যা সুলতানা চৌধুরী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এতে আসামি করা হয়, একই গ্রামের মৃত রওশন আলীর চৌধুরীর পুত্র যুবলীগ নেতা ফারুক চৌধুরী (৫০), তার ভাই মাসুক মিয়া চৌধুরী (৪৭), ফরিদ মিয়া (৪০), নোমান চৌধুরী (২০), মৃত রওশন আলীর পুত্র তৌফিক আহমেদ চৌধুরী (৪০), ফারুক চৌধুরীর স্ত্রী রুমা চৌধুরী (৪০), মাসুক মিয়া চৌধুরীর স্ত্রী মাসুদা বেগম (৩৫), ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী মাহমুদা বেগম (৩৪), তৌফিক চৌধুরীর স্ত্রী হালিমা বেগম (২৭), মাসুদ চৌধুরীর কন্যা ইভা চৌধুরী (২০) সহ বেশ কয়েকজন। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় উল্লেখিতরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা চালায়। এক পর্যায়ে নজরুল মিয়া ও আমেরিকা প্রবাসী শাহিনুরসহ অন্যান্যদেরকে পিটিয়ে-কুপিয়ে জখম করে ঘরে থাকা নগদ টাকা পয়সা, মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।