এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে ৯ মে শুক্রবার জুমার খুৎবায় মুফতি আব্দুল মজিদ পিরোজপুরি বলেছেন- আল্লাহর অবাধ্য ও পাপের কারণে আল্লাহ পাক অন্তত ১৪টি জাতীকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর অবাধ্যতা এখনো আছে, যেসব পাপের কারণে একেকটি জাতীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, একই ধরনের পাপ এখনো আছে। হযরত লুত (আ:) এর জাতির পুরুষরা সমকামী ছিল, আল্লাহ পাক শুধু এই পাপের কারণে আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি দিয়ে পুরো জাতীকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর আনাচে কানাচে এখনো সমকামীতার মতো পাপ হচ্ছে। হযরত সালেহ (আ:) এর অবাধ্য হওয়ার কারণে সামুদ জাতীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হযরত হুদ (আ:) এর জাতী ছিল জালিম। জুলুমের কারণে আল্লাহ পাক হযরত হুদ (আ:) এর জাতী আদকে ধ্বংস করেছেন। আমাদের সমাজে বর্তমানে জুলুমবাজদের দৌরাত্ব চলছে। মানুষের জীবন বিপন্ন করার কারণে অনেক জাতীকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। বর্তমান পৃথিবীতে মানুষের জীবন ধ্বংসকারীরা পুরষ্কৃত হচ্ছে। মানুষ মারার প্রতিযোগিতা করা হচ্ছে। যার কাছে যতবেশি, যত শক্তিশালী মানুষ মারার অস্ত্র রয়েছে সে-ই দুনিয়ার সেরা হিসাবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন পাপের কারণে আল্লাহ বিভিন্ন সময়ে ১৪টি মানব জাতীকে দুনিয়া থেকে ধ্বংস করেছেন। বাংলাদেশে নারী সংস্কার কমিশন কিছু সুপারিশ পেশ করেছে বাস্তবায়নের জন্য। এসব পবিত্র কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। মুফতি আব্দুল মজিদ বলেন-ঈমানদাররা কখনো ঠকে না, তারা সব সময় জয়ী হয়। তবে পাক্কা ঈমানদার হতে হবে। ঈমানের সর্বোচ্চ স্তরে পৌছুতে হবে। তিনি বলেন- নামাজ রোজার মতোই ফরজ হচ্ছে ফসলের উশর দেয়া। বৃষ্টির পানিতে জমি চাষাবাদ হলে ১শ মন ধানে ১০ মন ধান গরীবদের মধ্যে দান করতে হবে। যদি কৃষি জমি সেচের পানিতে চাষাবাদ করা হয় তাহলে দিতে হবে ১শ মন ধানে ৫ মন ধান। ইসলামের এ বিধান যে মানবে না সে সরাসরি ফরজ লংঘন করলো। তজ্জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দানে সম্পদ বাড়ে, সুদে সম্পদ কমে। দানে বিপদ থেকে রেহাই পাওয়া যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। দান সদকায় সম্পদ পবিত্র হয়। ইসলামের সুমহান এসব বিধান একজন মুসলমানকে অবশ্যই পালন করতে হবে।