স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল পুলিশ ফাঁড়ি ও বিজয়পুর গ্রামের মধ্যবর্তী স্থান থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে বিথঙ্গল ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ওই নারী আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে ইউনিয়নের রসুলপুর গ্রামে। পুলিশ জানায়, তার বাড়িতে খবর দেয়া হয়েছে। তারা আসার পর নাম জানা যাবে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এ নিয়ে তদন্ত চলছে।