মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের অভিযোগে যৌথবাহিনী উপজেলার আলাকপুর, চৌমুহনী, জগদীশপুর অভিযান চালিয়ে দু,ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। তারা মাধবপুর উপজেলার আলাকপুর গ্রামের আফতাবুল আশরাফের ছেলে মোঃ সবুজ মিয়া (২৮)। নওগাঁ জেলার জাম্বুরিয়া থানার কানাইসন্দিন গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬)।
মাধবপুর সহকারী কমিশনার (ভুমি) মুজিবুল ইসলাম জনান, এ চক্রটি গোপনে সরকারি ও বেসরকারি জায়গা হতে চোরাই পথে মাটি বালু পাচারের সাথে জড়িত ছিল।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মেহেদী হাসানকে ১ লাখ এবং সবুজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।