বুধবার, ২১ মে ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

বাহুবলে ধানী জমি কেটে অবৈধভাবে বালু বিক্রি

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মধুপুর গ্রামে ধানী জমি কেটে অবৈধভাবে বালু বিক্রি করা হচ্ছে, ফলে হুমকির মুখে তিন ফসলি কৃষি জমি। তবুও বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুটিজুরী ইউনিয়নের মধুপুর গ্রামের ফুল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) নিয়ম নীতি তোয়াক্কা না করে কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে বালু বিক্রি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক মহিলা জানান, বালুখেকো দুলাল মিয়া যেসব ধানী জমি থেকে বালু উত্তোলন করেন সেই জমির মালিক দুলাল মিয়ার লন্ডন প্রবাসী চাচার। চাচা প্রবাসে থাকার সুবাদে জমি দেখাশুনার দায়িত্ব ভাতিজা দুলাল মিয়ার। জমি জমা দেখাশুনার নামে ধানী জমি কেটে মূল্যবান বালু তুলে বিক্রি করে অবৈধভাবে টাকা ইনকাম করছে। স্থানীয় বাসিন্দা হিফজুর রহমান বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তুলে পরিবেশের ক্ষতি করছে অসাধু ব্যবসায়ীরা। বালুর গাড়ি গ্রামের রাস্তা দিয়ে চলাচলের ফলে রাস্তা ভেঙ্গে গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি জমির মাটি বিক্রির ফলে জমির উৎপাদন ক্ষমতা নষ্টসহ ফসলের মারাত্নক ক্ষতি হবে। এছাড়া মাটি কাটার ফলে জমির উর্বরতা কমে যায়। তাছাড়া পার্শ্ববর্তী জমি আবাদের অনুপোযোগীও হয়ে পড়ে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রতারণার ফাঁদে পড়ে জমির উপরিভাগের মাটি বিক্রি না করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। একই সাথে তিনি মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, ‘মধুপুর গ্রামের বালু তুলার বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি, একদিন ভূমি অফিসের লোকজন পাঠিয়েছি তারা গিয়ে কাউকে পায়নি। তারপরও বালুকেখোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। যেমন গত দুই মাসে বিভিন্ন অভিযানে সাড়ে ৬ লাখেরও বেশি টাকা জরিমান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com