স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৪ বিশিষ্ট ব্যবসায়ী গণঅধিকার পরিষদের যোগদান করেছেন। গতকাল রাত ১০ টার দিকে গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আরাফুল বারী নোমানের হাতে ফুলেল তোড়া দিয়ে তারা গণঅধিকার পরিষদে যোগদান করেছেন। যোগদানকারীরা হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম, হাজী মোঃ নুরুল হক, মোঃ জয়নাল আবেদীন, দিপংকর চক্রবর্তী। যোগদানকালে চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, আগামী নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনেই গণঅধিকার পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমরান মিয়া, মাওলানা ফরিদ আহমেদ, মোঃ বাবুল মিয়া, মোঃ মজিদ মিয়া, মোঃ আজাদ মিয়া, অনুকুল সরকার, শাহিদ সর্দার, শাহাবউদ্দিন, হাজী মখলিছুর রহমান, ফুল মিয়া, মোঃ আরজত আলী প্রমূখ।