স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ১১ মার্চ মঙ্গলবার সকালে বিজিবি ৫৫ এর অধীনস্থ মনতলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ কাজী শাহিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মনতলা ত্রিমোহনী নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার রিচি ইউনিয়নের লোকড়া গ্রামের মৃত নায়েব আলীর পুত্র চোরাকারবারী মোঃ জমির আলী (৪৭) উল্লেখিত পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। আটককৃত চোরাকারবারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।