সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

বানিয়াচং সড়কের শুটকি ব্রিজে ডাকাতের কবলে দুই প্রবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় দুই প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল তাদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় গাড়ি চালক শ্যামলী এলাকার বাসিন্দা তানভীর আহমেদ আহত হন। সন্ধ্যা রাতে এমন ঘটনায় ওই সড়কে চলাচলকারীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, শহরের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মারুফ রাজ ও নেদারল্যান্ড প্রবাসী আব্দুল হান্নান, তার ছোট ভাই এবং মা বানিয়াচংয়ে তাদের আত্মীয়ের বাড়িতে ইফতার শেষে শহরে সিনজিযোগে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় চালক বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। ঘটনার পর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এখনি বলা যাচ্ছে না এটি ডাকাতি নাকি অন্য কিছু। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com