বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার বানিয়াচঙ্গে ৫ আগস্টের ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের শহরের ইনাতাবাদে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্টিত পৌর বিএনপির সভায় জি কে গউছ মানুষ বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নবীগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের পর থানায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী বিএনপি-যুবদলের ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের দ্বিতীয় বর্ষপূর্তিতে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বানিয়াচঙ্গের সুনামপুর গ্রামের আন্নর আলীর মৃত্যুর ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন

নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের জরুরী সভা ॥ নবীগঞ্জ শহরে কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবেনা-ছাবির চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের অপমান অপদস্ত করার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উদ্ভুত পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এক যুগেরও বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী ছাবির আহমদ চৌধুরীকে আহবায়ক করে নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় শহরের সকল ব্যবসায়ীদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বতঃস্ফূর্তভাবে নবীগঞ্জ শহরের সহস্রাধিক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট ব্যবসায়ী ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার স্বত্ত্বাধিকারী শেখ সুজাত মিয়া। বক্তব্য রাখেন- চৌধুরী ফয়ছল শোয়েব, ব্যবসায়ী রঙ্গলাল রায়, অ্যাডভোকেট অলক রায়, শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি মাওলানা শোয়েব আহমদ, মুর্শেদ আহমদ, আহাম্মদ ঠাকুর রানা, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরী দিলাল, এনাম উদ্দিন, জামায়াতে ইসলামী নেতা ও শিক্ষক সোহেল আহমদ, এমদাদুল হক, সদ্য বিলুপ্ত নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মিয়া, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, আব্দুল মন্নান, মাসুক মিয়া, শাহ খালেদ, ইসলাম উদ্দিন তালুকদার, নিতেশ রায়, গিয়াস উদ্দিন, সুবিনয় রায় বাপ্পি, হাবিবুর রহমান প্রমূখ। সভায় বক্তারা- নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের অপমান অপদস্ত করার ঘটনার তীব্র নিন্দা জানান ও সর্বসম্মতিক্রমে এক যুগেরও বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি বিলুপ্ত করে মার্চেন্ট এসোসিয়েশন নামে ব্যবসায়ীদের সংগঠন গঠনের প্রস্তাব দেন। পরে নবীগঞ্জ শহরের সহস্রাধিক ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়।
নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটিতে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী ছাবির আহমদ চৌধুরীকে আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়করা হলেন যথাক্রমে- মাওলানা শোয়েব আহমেদ চৌধুরী, সাইদুল হক চৌধুরী সাদিক, শিহাব আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট অলক রায়, বাবু রঙ্গলাল রায়, সফিকুর রহমান সফিক, আব্দুল আলীম ইয়াছিনী। সদস্যরা হলেন যথাক্রমে- যুবরাজ গোপ, এনাম উদ্দিন, আহাম্মদ ঠাকুর রানা, আবুল কালাম মিঠু, এমদাদুল হক, সুবিনয় রায় বাপ্পী, মো. সেলিম তালুকদার, নিলকন্ঠ দাশ সামন্ত নন্টি, নুরুল আমিন, ওয়াহিদুজ্জামান জুয়েল, আব্দুর রকিব শিপন, এহসানুল হাদি রোমান, মাসুক মিয়া। নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার স্বত্ত্বাধিকারী শেখ সুজাত মিয়া, ডাঃ সফিকুর রহমান, শ্রী নিখিল আচার্য্য, আবুল হোসেন আজাদ, ছালিক আহমেদ চৌধুরী, সৈয়দ খালেদুর রহমান খালেদ, সহিদুর রহমান চৌধুরী সাফি, জয়নাল আবেদীন, রুহুল আমীন রফু, নোমান আহমেদ চৌধুরী, মোর্শেদ আহমদ। সভায় হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার স্বত্ত্বাধিকারী শেখ সুজাত মিয়া বলেন- যুবদলের নাম ভাঙ্গিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, আব্দুর রকিবসহ তাদের মদদদাতারা নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের হুমকি-ধামকি দিয়ে পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের সম্মানহানি ও হয়রানীর মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করতে চাচ্ছে, ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তিনি- অবিলম্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, আব্দুর রকিবসহ তাদের মদদদাতাদের তদন্তপূর্বক বহিষ্কার করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতির বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট ব্যবসায়ী ছাবির আহমদ চৌধুরী বলেন- বিগত পৌর নির্বাচনে যারা নৌকার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করেছিল তারাই শহরে বিশৃংখলা সৃষ্টি করে শান্ত নবীগঞ্জকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। তাদেরকে সুস্থ রাজনীতি করার আহবান জানান। তিনি আরোও বলেন- আগামীতে নবীগঞ্জ শহরে কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবেনা। দায়িত্ব পালনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com