স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা জামায়াত আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে পূর্বে সংক্ষিপ্ত সমমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, যুগ্ম সেক্রেটারী লুৎফুর রহমান, নজরুল ইসলাম, আজমিরীগঞ্জ জামায়াতের আমির নাসির উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কথিত স্বাক্ষীর মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল সাজা প্রদান করা হয়েছে। আমরা এ সাজা প্রত্যাক্ষান করে প্রতিবাদ জানিযেছে। তাই আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা প্রদান করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়।