নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিশেষজ্ঞ ডাক্তার ও নবীগঞ্জ উপজেলা সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বগুরা জেলার সাবেক সিভিল সার্জন এবং মহাখালী ঢাকার ভিজি হেলথ এর পরিচালক ডাঃ অর্ধেন্দু দেব এর ছেলে ডাঃ ভাষ্কর দেব অনিকের বৌভাত অনুষ্ঠান জাঁকজমকভাবে সম্পন্ন হযেছে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রামপুর গ্রামে ১৬ ফেব্রুয়ারি নিজ বাসভবনে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, এরিয়া ম্যানাজার হুমায়ুন কবির (ইনসেপ্টা), আবু হানিফ (রেনেটা), আব্দুল হামিদ (এপেক্স), উজ্জ্বল কুমার মোদক (কুমুদীনি), রুকনুজ্জামান (এসিআই), হজরত আলী (নাভানা) ও নবীগঞ্জ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন এর (ফারিয়া) সভাপতি মোঃ গোলাম রহমান লিমন (প্রাইম), কার্যনির্বাহী সদস্য বিনয় কুমার বিশ্বাস (এপেক্স) ও রমজান আলী (রেনেটা)। ফারিয়ার অন্যান্য সদস্যদের মধ্যে মাজহারুল ইসলাম রুবেল (এক্সট্রা বায়ো), বেনজির (বেক্সিমকো), মহসিন আলী (অপসোনীন), মুমিন (এসিআই), সাংগঠনিক সম্পাদক গৌতম চন্দ্র দেব (কনকর্ড) ও কিরন দেব (এপেক্স) প্রমুখ।
এছাড়াও কেমিস্ট্রি এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যবৃন্দ, সমাজের সুশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকসহ উভয় পক্ষের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।