মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের নোয়াপাড়ায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রতি বছর ন্যায় এবারও ৩ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে।
গতকাল ১৭ ফেব্রুয়ারি নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে সায়হাম গ্রুপ আয়োজিত এ ক্যাম্পে রোগীরা চক্ষু পরীক্ষার কাজ শুরু হয়। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশনের জন্য মৌলভীবাজারে যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। যা সায়হাম গ্রুপ বহন করছেন।
সোমবার সকালে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এ উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একেএম সেলিম, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, অধ্যক্ষ আমির হোসেন, শিক্ষক আজগর আলী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি সাংবাদিক আলা উদ্দিন আল রনি প্রমূখ। জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সুপারভাইজার আব্দুল মন্নান বলেন, যাদের অপারেশন করা হবে তাদের বাছাই করে মৌলভীবাজার নিয়ে অপারেশন করা হবে। আবার তাদের নিজ নিজ বাড়িতে পৌছে দেওয়া হবে। যাদের ছানি অপারেশন প্রয়োজন, ফ্যাকো পদ্ধতিতে ব্যথামুক্ত ও সেলাইবিহীন অপারেশন করানো হবে। সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ১৯৮৭ সাল থেকে সায়হাম গ্রুপ এ পর্যন্ত ৫০ হাজার লোকের চোখের চিকিৎসা ও ১০ হাজার জনকে চোখের ছানি অপারেশন করার হয়েছে। মাধবপুর আশপাশের ৬ টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন। সামনের দিনে বিশেষজ্ঞ ডাক্তাদের নিয়ে চিকিৎসা মেলার আয়োজন করব।