প্রেস বিজ্ঞপ্তি ॥ হযরত শাহ জালাল (রঃ) এর সঙ্গী, ৩৬০ আওলিয়ার অন্যতম ও তরফ বিজয়ী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজারে ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরছ সম্পন্ন হয়েছে। গত বুধবার ওয়াজ ও ওরছের প্রথম দিন মাজার সংলগ্ন বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরছের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর মাজার শরীফে মাজারের মোতাওয়াল্লী হযরত শাহ জালাল (রঃ) এর সঙ্গী, ৩৬০ আওলিয়ার অন্যতম ও তরফ বিজয়ী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজারে ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরছ সম্পন্ন হয়েছে। গত বুধবার ওয়াজ ও ওরছের প্রথম দিন মাজার সংলগ্ন বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরছের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর মাজার শরীফে মাজারের মোতাওয়াল্লী মাসুদ রেজা চৌধুরীর পক্ষে গিলাফ ছড়ান মাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। গজল পরিবেশন করেন ফরিদ মিয়া ও মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মোঃ বদরুল আলম। আব্দুল কাহহার চৌধুরীর সভাপতিত্বে বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত চলা ওয়াজে বয়ান পেশ করেন হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হোসাইনী সাহেব, হযরত মাওলানা জাফরান আহমেদ সাহেব, মাওলানা ইলিয়াছ উদ্দিন ভূইয়া, হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান সাহেব, হযরত মাওলানা ক্বারী আঃ নূর সাহেব, হযরত মাওলানা ক্বারী মুজিবুর রহমান তাউছ সাহেব, হযরত মাওলানা সদরুল হাছান আলিম সাহেব, ক্বারী রাহেল আহমেদ সাহেব প্রমুখ। বক্তারা বলেন, এই এলাকা ছিল সিলেটের শেষ হিন্দু রাজা গৌড় গোবিন্দের শেষ দক্ষিন সীমানা, সীমান্ত চৌকি। এ এলাকার সীমান্ত শাসক ছিলেন সিং রাজা। হযরত শাহ জালাল (রঃ) সঙ্গী সাথীসহ এখানে অব¯’ানকালে পানির প্রয়োজন হলে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) তাঁর হাতের আশা ছুঁড়ে মারেন। যেখানে আশাটি পতিত হয় সেখান থেকে পানি উঠে জলাশয়ের সৃষ্টি হওয়ায় এ জায়গা বাল্লা বিল এবং তীর বিলপাড় নামে খ্যাতি অর্জন করে। এই কেরামতি দেখে সিং রাজা পালিয়ে যায় এবং হযরত শাহ জালাল (রঃ) এর নির্দেশে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এখানে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। বৃহস্পতিবার ওরছের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে পবিত্র কোরআন খতম, বাদ জোহর মাজার যিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষে শিরনি বিতরন করেন মাজারের মসজিদের ইমাম হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার। পরবর্তীতে ওয়াজ ও ওরছে বিশ্ব মুসলমানের জন্য দোয়া করা হয়।
ওয়াজ ও ওরছ সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় মাজারের মোতাওয়াল্লী মাসুদ রেজা চৌধুরী, মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন ও মাজার সেক্রেটারি হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।