বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের বাহুবলে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী আব্দুল মজিদকে সংবর্ধনা মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ভূমি মেলার সমাপনী সভায় ইউএনও ॥ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আধুনিক ভূমি সেবা নবীগঞ্জে প্রথমবারের মতো শুরু ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন

নবীগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে প্রত্যেকটা কর্মসূচিতে সুশৃংখল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, এদিন রাত ১২টা ১ মিনিটে নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। এছাড়া সূর্যোদয়েরর সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ব্যবস্থা গ্রহণ। সকাল ১০টায় মহান শহিদ দিবস ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন, ছড়া পাঠ ও কবিতা পাঠ প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টায় কিশোর-কিশোরিদের রচনা প্রতিযোগিতা। ১১টায় ভাষা আন্দোলন ও মহান শহিদ দিবস এবং ২০২৪ এর গণ অভ্যত্থানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও ২০২৪ এর গণঅভ্যত্থানের সাথে সঙ্গতিপূর্ণ প্রামাণ্য অনুষ্ঠান প্রদর্শন। ভাষা আন্দোলনে অমর শহিদ ও ২০২৪ গণ অভ্যুত্থানে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান-উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। প্রস্তুতিমূলক সভায় নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসরাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হায়দার, উপজেলা শিা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, শিপ্রা রাণী চৌধুরীসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com