প্রেস বিজ্ঞপ্ত ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়ন কমিটি গঠনকল্পে গত সোমবার বিকেলে চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। বাউশ্ াইউনিয়ন আল-ইসলার সভাপতি ক্বারী আব্দুন নুরের সভাপতিত্বে ও ক্বারী আব্দুল বাছিতের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলার হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্বাজী মাওলানা আব্দুল আলীম। বিশেষ অতিথি ও নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ক্বাজী মাওলানা মাহবুব আহমদ। কাউন্সিল অনুষ্টানে সর্বসম্মতিক্রমে ক্বারী আব্দুস সালামকে সভাপতি, ক্বারী তাউছ মিয়া ও আব্দুল লতিফ এনামকে সহ-সভাপতি, ক্বারী আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক, এস.এম নজরুল ইসলামকে সহ সাধারণ সম্পাদক, ক্বারী সুলতান আহমদকে সাংগঠনিক সম্পাদক, মোঃ জিলু মিয়াকে প্রচার সম্পাদক, মাওলানা তাজ উদ্দিনকে অর্থসম্পাদক, আব্দুল হক লিটনকে সমাজ কল্যাণ সম্পাদক, ক্বারী মোঃ ছুফি মিয়াকে অফিস সম্পাদক ও এস এম সেলিম, ক্বারী আল আমীন, ক্বারী জিল্লুর রহমান ইমন, হাফিজ নুমান আহমদকে সদস্য করে ১৪ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আল-ইসলাহর কমিটি গঠন করা হয়েছে।