মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্ণিল সাজসজ্জ্বা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সহকারি শিক্ষক মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ রেজাউন উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, যায়যায়দিন প্রতিনিধি মোঃ আব্দাল মিয়া। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিউদ্দিন আগা খান, মোঃ ফরিদ আহমদ, বদরুল আলম ডিবলু, মোঃ আসাদ খান, রফিকুল ইসলাম, এখলাছ হোসেন খান, অপু মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, ছাত্র জীবনটি অত্যান্ত মূল্যবান একটি সময় এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী জীবনটিকে অনেক উপভোগ করা যাবে। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে অতএব তাদের সেইভাবেই প্রস্তুত করতে হবে। শিক্ষক এবং মা-বাবাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাদের সম্মানহানী হয় এরূপ আচরণ কখনো যেন আমরা না করি। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে, এ অভ্যাসটি ছাত্রবস্থায়ই নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ সকল সহপাঠক্রম বিষয়ে অংশ গ্রহন করে নিজেকে আগামীর জন্য তৈরী করতে হবে। আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গানের সাথে মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে পুরো অনুষ্ঠানটি মাতিয়ে রাখে শিক্ষার্থীরা।