মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ওএমএস’র চাল কালো বাজারে বিক্রি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক ॥ ১ লাখ টাকা জরিমানা ॥ ডিলার বাতিল চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে নারী ও পুরুষের আত্মহনন নবীগঞ্জে লিফলেট বিতরণে-তালহা চৌধুরী ॥ তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে নবীগঞ্জে ডেভিলদের গ্রেফতার দাবীতে আন্দোলনে নামছেন ছাত্র-জনতা দৈনিক সমাচার সম্পাদকের ছেলে জাকারিয়া’র বার এট ‘ল’ ডিগ্রী অর্জন আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন নোয়াপাড়ায় সায়হাম গ্রুপের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত বাহুবলে বালু ভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার উদ্বোধনী ম্যাচে মডার্ণ ক্লাবকে হারিয়ে উত্তরণ সংসদের ৯ উইকেটে জয় দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন অঞ্জন রায়

অপসারিত হচ্ছে নবীগঞ্জের জনতার বাজার পশুরহাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই দিনারপুর জনতার বাজারে স্থাপিত অবৈধ পশুরহাটের খাস আদায় করতো উপজেলা প্রশাসন। বাজারে রশিদ ছাড়াও হাসিল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে অবৈধ জনতার বাজার পশুরহাট অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বাজার অপসারণের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আগামী ৩১ জানুয়ারী মধ্যে অবৈধ জনতার বাজার পশুরহাট অপসারণ করতে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যে টানানো হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতীয় সড়ক ও মহাসড়কে নিরাপদ, যানজটমুক্ত এবং গতিশীল যান চলাচল নিশ্চিতকল্পে দিনারপুর জনতার বাজারটি (পশুর হাট) বর্তমানে পেরিফেরীভুক্ত নয়। পশুর হাট বসার দিন মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে অবৈধভাবে স্থাপিত দিনারপুর জনতার বাজার পশুর হাট’টি জনসাধারণের চলাচলের সুবিধার্থে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিদের্শনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- অবৈধভাবে স্থাপিত জনতার বাজার পশুর হাট জনসাধারণের চলাচলের সুবিধার্থে ৩১ জানুয়ারির মধ্যে অপসারণ করার জন্য এবং উক্ত স্থানে পুনরায় বাজার স্থাপন করা হলে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তির বিলবোর্ড-সাইনবোর্ড টানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়- ৩১ জানুয়ারী মধ্যে অবৈধ জনতার বাজার পশুরহাট অপসারণ করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- সিলেটের বৃহত্তম পশুর হাট নবীগঞ্জ উপজেলার দিনারপুরের জনতার বাজারে প্রতি বছর কোটি টাকার গরু-ছাগল বিক্রি হয়। ঈদুল আজহার আগে দেশের বিভিন্ন এলাকা থেকে জনতার বাজারে গরু-ছাগল নিয়ে আসেন বিক্রেতারা। প্রতি শনি ও সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে জনতার বাজার পশুর হাট বসে। এতে প্রায় ৪-৫ হাজার গরু-ছাগল উঠে। ক্রেতা-বিক্রেতাদেরও উপচে পড়া ভিড় থাকে। সূত্র বলছে- মামলা সংক্রান্ত জটিলতায় ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না সিলেটের অন্যতম সর্ববৃহৎ এই বাজারকে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মামলা জটিলতায় ইজারা দিতে না পারা জনতার বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসিল আদায় করা হয়। উপজেলা খাস আদায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনতার বাজার পশুর হাটে একটি স্থায়ী বুথ রয়েছে, ঈদের সময় চারটি অস্থায়ী বুথ বসিয়ে আদায় করা হতো হাসিল। রশিদের মাধ্যমে ওঠা টাকা জমা হতো সরকারি কোষাগারে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে রশিদ ছাড়াও হাসিল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। গেল বছরের ৫ ডিসেম্বর অবৈধভাবে স্থাপিত জনতার বাজার পশুরহাট বসার ফলে মহাসড়কের যানজট সৃষ্টির ফলে জনদুর্ভোগ সৃষ্টিসহ বাজার সংশ্লিষ্টদের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন- অবৈধভাবে স্থাপিত জনতার বাজার পশুরহাট অপসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে, যদি আদেশ অমান্য করে কেউ পশুরহাট বসায় তাহলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com