স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানা পুলিশর সাড়াশি অভিযানে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ১ ডজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, পশ্চিম পাকুড়িয়া গ্রামের সাজাপ্রাপ্ত আসামি শিপা মোদক, কবিলাশপুর গ্রামের গাবরু মিয়ার পুত্র সজল মিয়া, বালিয়ারি গ্রামের রহিম মিয়ার পুত্র ইসমাইল, কায়েস আলীর পুত্র রাসেল, আবুল হোসেনের পুত্র আক্কাস আলী, উবাহাটা গ্রামের ফিরোজ আলীর পুত্র রায়হান মিয়া, মফিল মিয়ার পুত্র আজিমুল, মতিন মিয়ার পুত্র জলিল, ছয়শ্রী গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র রনি। গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।