শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে বিবস্ত্র করে যুবতীকে নির্যাতন ॥ অপমানে আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক যুবতীকে বিবস্ত্র করে নির্যাতন করেছে তারই দুই চাচাতো ভাই। এ অপমানে বিষপানে আত্মহত্যা করেছে যুবতীটি। এ ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আত্মহননকারী যুবতী হচ্ছে-নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাঁও গ্রামের সুকুমার দাশের মেয়ে রুনু রানী দাশ (১৮)। সে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে কর্মরত ছিল। নির্যাতনকারীরা হচ্ছে-আত্মহননকারী রুনু রানী দাশের চাচাতো ভাই সুশীল দাশের দুই ছেলে শুভ্র দাশ ও সত্যজিত দাশ।
DSCF7430 copyএলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বিকেল ৫টার দিকে শুভ্রদাশ এবং সত্যজিত দাশের সাথে রুনু রানী দাশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে রুনু রানী দাশকে টেনে হেচড়ে তাদের ঘরে নিয়ে বিবস্ত্র করে মারপিট করে। পরে তাদের কবল থেকে উদ্ধার হওয়ার পর অপমানে রুনু রানী দাশ বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে মেয়েকে মারপিটের খবর পেয়ে সুকুমার দাশ স্থানীয় মিলনগঞ্জ বাজার থেকে বাড়ির যাওয়ার সময় পথিমধ্যে মাইক্রোর ধাক্কায় আহত হন। এ ব্যাপারে কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। এ ধরণের ঘটনার উপযুক্ত বিচার হওয়া দরকার বলে তিনি জানান। এদিকে এ ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com