সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শহরের খোয়াই হসপিটাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু, আটক ২

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় দি খোয়াই হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতিতে মায়ের গর্ভে শিশুর হয়েছে, আশংকাজনক অবস্থায় রয়েছে শিশুটির মা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। হাসপাতালের পরিচালক সহ অন্যান্যরা পলাতক রয়েছে।
বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামের পিতা হাফিজ খান গর্ভবতী স্ত্রী রাফিয়াকে গত বৃহস্পতিবার সকালে সিজারের জন্য হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত খোয়াই হাসপাতালে নিয়ে আসেন। যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর ওইদিন সন্ধ্যায় সিজারের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু অপারেশন থিয়েটারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তখন অপারেশন করা সম্ভব হয়নি। অনেক চেষ্টার পর মেশিন ত্রুটি করতে না পারায় রাফিয়ার সিজার করা হয়নি। কিন্তু রাত ১১টা পর্যন্ত মেশিন ত্রুটিমুক্ত করা সম্ভব হয়নি। এদিকে রোগীর অবস্থা অবনতি হলেও অন্য হাসপাতালে প্রেরণ না করে কোনো সমস্যা হবে না বলে বাসায় পাটিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বাসায় যাবার পর প্রসব ব্যাথা শুরু হলে স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা সমস্যা হবে না বলে জানিয়ে সকালে নিয়ে আসার কথা বলা হয়। গতকাল শুক্রবার সকালে পুনরায় রোগীকে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে তারা বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপন করতে থাকে। সকাল সাড়ে ১১ টার দিকে রাফিয়ার অবস্থা অবনতি ঘটলে রোগীকে পার্শ্ববর্তী প্যানাসিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, নবজাতক মায়ের গর্ভে মারা গেছে। পরে সেখানে সিজার করে মৃত নবজাতককে বের করা হয়।
নবজাতকের পিতা হাফিজ খান জানান, তার দুইটি পুত্র সন্তান আছে। মেয়ে সন্তান হওয়া তাদের আফসোস ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফলতির কারণে মেয়ে বাচ্চা মারা যায়।
এ ঘটনায় নবজাতকের পিতা হাফিজ খান বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পর পুলিশ ঘটনাস্থলে গেলে কাগজপত্র দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি রোগীর চিকিৎসার কাগজপত্র লুকিয়ে ফেলে খোয়াই হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের মালিকের ভাই তুহিন ও স্টাফ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com