সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ বিএনপির সভায় জি কে গউছ ॥ বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি দীর্ঘ ১৭টি বছর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে আনতে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই ১৭ বছরের পুঞ্জিভূত ক্ষোভ থেকে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, আওয়ামীলীগের পতন হয়েছে। এই আওয়ামীলীগের অরাজকতার কারণে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ প্রশমিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানে। দেশে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা জনগণের জানমালের নিরাপত্তায় পাহারা দিয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা এবং ৩টি ইউনিয়ন সহ সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- দুষ্ট লোকের হাত থেকে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের। আমাদেরকে জনগণের মন জয় করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র মতায় যেতে হবে। বিএনপিকে যদি জনগণ ভালোবাসে, সমর্থন দেয় তাহলেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। এ জন্যই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফজলুল করিম মেম্বার, সহ-সভাপতি নিজামুল হক বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, আরব আলী, সিরাজুল ইসলাম ধন মিয়া, সারাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ফারুক, নিজাম উদ্দিন মোহন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুল শহিদ মেম্বার, আব্দুল মোতালিব ফরিদ, নুর মিয়া, সাইদুল ইসলাম, মাহমুদ মিয়া, তৌফিক মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, সামছুল ইসলাম রানা, হুমায়ুন কবির, সাদেক মিয়া, সারওয়ার আলম, নুর ইসলাম এংরাজ, আব্দুল করিম, আছকির মেম্বার, আব্দুল মজিদ কনাই, আব্দুল গফুর ছোট মিয়া, সাইফুল ইসলাম রানা, ইলিয়াছ চৌধুরী, সেলিম মিয়া, মোশাহিদ মিয়া, হাসানুর রহমান ইনু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com