বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ ৩নং ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক স্তরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ব্যতিক্রমী উদ্যোগের জন্য ৩নং ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান হাবিবুর রহমানের প্রশংসা করেছেন। গতকাল সকাল ১১টায় বানিয়াচঙ্গ ৩ নং ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনে সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধিত করলে শিশুরা আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহী হবে। আব্দুল মজিদ খান আরও বলেন, বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী পদক্ষেপে এদেশের শিক্ষার মান দিন দিন উন্নতি হচ্ছে। তিনি বলেন, এ সরকারের আমলেই ১ জানুয়ারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমি নির্বাচিত হওয়ার পূর্বে ৩নং ইউনিয়নে প্রাথমিক স্তরেই অনেক শিক্ষার্থী ঝড়ে পরত। হাবিবুর রহমান বলেন, গত বছর থেকে ৩ নং ইউনিয়ন পরিষদ এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, ওসি লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, আওয়ামীলীগ নেতা তোজাম্মেল হক চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাশ, রিসোর্স সেন্টারের ইনষ্টাক্টর কামাল হোসেন মজুমদার, মাষ্টার আঃ রউফ, সাইফুল আলম, মোজাম্মিল হোসেন, আলী রহমান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, পার্টেক্স সিকিউরিটির চেয়ারম্যান দিদার হোসেন খান ও টুএ এন্টার প্রাইজ ইন্টারন্যাশন্যাল এর চেয়ারম্যান এম আক্কাছ খান, বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাঈদ ইমাম মজুমদার। অনুষ্ঠানে পুরানবাগ চৌধুরী পাড়া, জাতুকর্ণ পাড়া, শান্তিপাড়া, ছিলাপাঞ্জা, আদাউরা, মিয়াখানী, পাড়াগাও, তুষার স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিনিয়র ফাজিল মাদ্রাসা, শায়েখ আবুনছর কোরায়েশী দাখিল মাদ্রাসা ছিলাপাঞ্জা সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৩য়, ৪র্থ, ৫ম শ্রেনীর মেধাবী ১০৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। এর মধ্যে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ৩০ ও বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থী রয়েছে।