সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাহুবল বাজারের কাজী ম্যানশন মার্কেটটি আবারও দখলের পায়তারা

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের ১৪৪ ধারা জারি থাকার সত্ত্বেও বাহুবল বাজারের কাজী ম্যানশন মার্কেটটি আবারো দখলের পায়তারার অভিযোগ উঠেছে লন্ডন প্রবাসী খলিলুর রহমানের বিরুদ্ধে। কাজী ম্যানশন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা লন্ডন প্রবাসী খলিলুর রহমান ও তার লোকজনদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, বাহুবল বাজারের কাজী ম্যানশন মার্কেটের ব্যবসায়ী শেখ মাওলানা হাছান উদ্দিন, মো: দিদার মিয়া, রহমত আলী ও মো: ওয়াহিদ মিয়া সম্প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে লন্ডন প্রবাসী খলিলুর রহমান ও তার কয়েকজন সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত ১৪৪ ধারা জারি করেন এবং একই সাথে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। মামলায় বাদি পক্ষরা অভিযোগ করেন, বাহুবল বাজারের কাজী ম্যানশনের ওয়াররিশান সূত্রে মালিক কাজী গোলাম মুকিত চৌধুরীর কাছ থেকে তারা আনরেজিষ্ট্রারি খরিদা সূত্রে ক্রয় করে কাজী ম্যানশনে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত ব্যবসা বানিজ্য করে আসছেন। সম্প্রতি মুকিত চৌধুরীর চাচাত ভাই খলিলুুর রহমান লন্ডন থেকে দেশে এসে প্রভাব বিস্তার করে মার্কেটিটি দখলের পায়তারা চালায়। এনিয়ে মুকিত চৌধুরীর সাথে সে বিভিন্ন সময়ে ঝগড়া বাধানোর চেষ্টা করে। এক পযার্য়ে গত ৯ সেপ্টেম্বর খলিললুর রহমান ও তার লোকজন হামলা করে মার্কেটটি দখল করে নেয়। মার্কেটটি দখল করে খরিদা সূত্রে মালিকানা ব্যবসায়ী ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের দোকানঘরগুলো থেকে ব্যবসায়ীদেরকে বের করে দিয়ে তাদের মালামাল লুট করে। বাহুবলের তৎকালীন ওসির সহযোগীতায় তারা মার্কেটটি দখল করে বলে অভিযোগও করেন। এ নিয়ে তখন হবিগঞ্জের কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। পরে ব্যবসায়ীদের বাধার মূখে অবৈধ দখল ছাড়তে বাধ্য হয় খলিল ও তার লোকজন। এ ঘটনার পরপরই মার্কেটের খরিদা সূত্রে মালিকানা ব্যবসায়ীরা এডিএম কোর্টে মামলা দায়ের করেন। এদিকে অতিরক্তি জেলা ম্যাজিষ্টেট আদালতের নির্দেশের পর গত ১০ নভেম্বর বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি মার্কেটের ওয়ারিশান সূত্রে মালিক কাজী গোলাম মুকিত চৌধুরী ও খরিদা সূত্রে দোকানঘরগুলোর মালিকদের বৈধতার কথা প্রতিবেদনে উল্লেখ করেন। এদিকে ৪০ বছর ধরে ভোগ-দখলকারী ওই মার্কেটের মালিক কাজী গোলাম মুকিত চৌধুরী সেলিম অভিযোগ করে জানান- বাহুবল সদরের ভেতরের বাজারে কাজী ম্যানশন তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ-দখল করছেন। কয়েক বছর পূর্বে কিছু ভূমি সরকারের নামে রেকর্ড হয়ে যায়। সরকারের রেকর্ডের বিরুদ্ধে মুকিত চৌধুরী সিনিয়র সহকারি জজ হবিগঞ্জ আদালতে একটি স্বত্ত্ব মামলা দায়ের করেন। যার নং- ১৪/৯৭ ও ২/২০০৩। মামলার প্রেক্ষিতে আদালত থেকে মুকিত চৌধুরীর নামে ডিক্রি জারি হয়। ২০১৪ সালে ওই ভূমির কিছু জায়গার অংশীদার আবু ইউসুফ চৌধুরী ভাতিজা মুকিত চৌধুরীকে পাওয়ার অব এ্যাটর্নি দেন। ২০২৩ সালের ৩০ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী গোলাম মুকিত চৌধুরীকে খাস খতিয়ানভুক্ত ভূমি থেকে উচ্ছেদের নোটিশ পাঠান। জেলা প্রশাসনের নোটিশের বিরুদ্ধে মুকিত চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেন। রিট নং- ৫৭৬৫/২০২৩। রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট গত ২২ জানুয়ারি সরকারের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেন। তিনি বলেন, আমার চাচাত ভাই খলিলুুর রহমান লন্ডন থেকে দেশে এসে প্রভাব দেখিয়ে মার্কেট দখলের পায়তারা চালায়। এনিয়ে আমাদের সাথে ঝগড়া বাধানোর চেষ্টা করে। বাহুবল মডেল থানার তৎকালীন ওসি মশিউর রহমান উভয়পক্ষকে তার অফিসে ডাকেন। কিন্তু সেখানে ওসি লন্ডন প্রবাসী খলিলুর রহমানের দ্বারা প্রভাবিত হন। আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও আমার ৪০ বছর ধরে ভোগ-দখল করে আসা কাজী ম্যানশনটিতে খলিলুরের সত্ত্বের চেয়েও বেশি জায়গা তাকে দিতে ওসি আমাকে বলেন। তখন ওসি আমাকে চাপ প্রয়োগ করে মুচলেকা আদায় করেন। কিন্তু খলিলুরের কাছ থেকে কোন মুচলেকা নেননি। এর পরদিনই খলিলুর রহমান ও তার লোকজন আমার মার্কেট দখল করে ভাড়াটিয়া ব্যবসায়িদের বের করে তালা মেরে দেন। এ সময় তারা কয়েকটি দোকান ঘরও ভাংচুর করে মালামাল লুট করেন। পরে বাজারের ব্যবসায়ীদের বাঁধার মুখে অবৈধ দখল ছাড়তে বাধ্য হয় খলিল ও তার লোকজন। হাইকোর্টের নিষেধাজ্ঞা ও এডিএম কোর্টের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আবারো মার্কেটটি দখলের পায়তারা চালাচ্ছে খলিল ও তার লোকজন। ব্যবসায়ীদেরকেও প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কেটের ব্যবাসায়ী ফজলু মিয়া ও ফয়জুল হক। এই দুই ব্যবসায়ী অভিযোগ করে বলেন- আমরা ভাড়াটিয়া ব্যবসায়ী। আমাদেরকে খলিল মিয়ার লোকজনে এসে প্রতিদিনই হুমকি ধামকি দিচ্ছে মার্কেট ছেড়ে দেওয়ার জন্য। তা না করলে তারা আবারো হামলা করে দখল করবে বলেও হুশিয়ার করে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com