বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ অস্ত্র ও দেশী-বিদেশী মুদ্রা জব্দ মাধবপুরে ৯০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার কসমেটিকস্ আটক সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদকে দুদকের কমিশনার নিয়োগ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার আসলাম শাহাজাদা বানিয়াচংয়ের আলোচিত ৯ খুন মামলার দুই আসামি গ্রেফতার মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত লাখাইয়ে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহরে শুভ উদ্বোধন সিলেটে ডেঙ্গুতে দুজনের মৃত্যু ॥ জানে না স্বাস্থ্য বিভাগ নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি ॥ চালককে অপহরণ ॥ পুলিশের তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার-১ ॥ মালামাল উদ্ধার

চট্টগ্রামে মসজিদ ভাংচুর ও আইনজীবি আলিফকে হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাংচুর ও আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা ও উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুম্মা শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে শহরের বিভিন্ন মসজিদ থেকে ব্যানারসহ ইমামও মুসল্লিয়ান যোগদান করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার আলম, পৌর সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মুফতি মাওলানা মুজিবুর রহমান খান, আব্দুল হান্নান ফরিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি আলমগীর হোসেন সাইফী, মুফতি জয়নাল আবেদীন ফারুকী, মুফতি জুবায়ের আহমেদ আল-কাদরী, মুফতি আবুল বাশার হানাফী, হাফেজ আব্দুর রহমান সেলিম, হাফেজ আব্দুল হালিম হোসাইনী, হাফেজ দেলোয়ার হোসেন জিহাদী, মুফতি শাহ আলম জিহাদী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি সিরাজুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, হাজী আব্দুস সালাম, হাফেজ রোমান আহমেদ, মাওলানা সৈয়দ শাহেদুল ইসলাম, হাফেজ ইদ্রিছ আলী, হাফেজ রোকনুজ্জামান, মাওলানা বায়জিদ আহমেদ, সফিক উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন-হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশকে সন্ত্রাসী ও অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ওই জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রামে নির্মমভাবে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। পাশাপাশি তারা মসজিদে হামলা করে ভাংচুর করেছে। যা অত্যান্ত হৃদয়বিদারক। বক্তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি এ্যাডভোকেট আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও ইসকনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণের ফাঁসির দাবি জানান। সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া বলেন-যতদিন বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত হবিগঞ্জে সুন্নি মুসলিম জনতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিবাদ সমাবেশ শেষে নিহত আইনজীবি আলিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com