শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ড্রেজার মেশিনসহ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বা পড়া হয়েছে

 

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী কুশিয়ারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এমবি আফরা লেন্ড ড্রেজিং সার্ভিস নামে ড্রেজার মেশিন, বালু বহনকারী শিফ (নৌকা) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মোতাহার মিয়া (২৫) নামে এক চালককে আটক করেছে মার্কুলী নৌ ফাঁড়ির পুলিশ। আটককৃত ড্রেজার মেশিন, নৌকা মার্কুলী নৌকা ঘাটে রাখা হয়েছে সরেজমিনে গিয়ে পাওয়া যায়। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়। গত কয়েকদিন যাবত এমবি আফরা লেন্ড ড্রেজিং মেশিন দিয়ে দিনরাত অবৈধভাবে বালু তোলার কারণে হুমকির মুখে রয়েছে নদী পারের শত শত ফসলি জমি আর এলাকার রাস্তা ঘাট, বিলীন হচ্ছে ঘর বাড়ি। প্রতিদিন ৫ থেকে ৬ লক্ষ টাকার বালু ও মাটি কুশিয়ারা নদী থেকে উত্তোলন করে অবাদে বিক্রি করছেন বিভিন্ন জায়গায় এবং ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে অবাধে বালু উত্তোলন শেষে সেগুলো বালু বড় নৌকায় করে মার্কুলি বাজারের পার্শ্ববর্তী এলাকায় স্তুপ করে রাখা হচ্ছে। সে কারণে নদীর তলদেশে গর্তের সৃষ্টি হচ্ছে বিশাল। তবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র। খোঁজ নিয়ে জানা যায়, চক্রটি এলাকায় আধিপত্য বিস্তার করে অবৈধ ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসলেও কথা বলার সাহস নেই কারো। তারা দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করে চক্রটি রাজস্ব গচ্চা দিচ্ছে সরকারকে আর সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। এ নিয়ে কয়েকদিন পূর্বে গণমাধ্যমে প্রকাশ পায় কুশিয়ারা নদীর অবৈধ বালু উত্তোলনের খবর। এর পর থেকে এলাকাবাসি ফুঁসে উঠে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও বালু বহনকারী নৌকাকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। খবর পেলে মার্কুলী নৌ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে সিপাহি নাছির, মেহেদী, দরবেশ, রফিকসহ আরো সঙ্গী ফোর্স গিয়ে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com