সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

সুলতান মাহমুদপুরে কিশোরকে বলাৎকারের সময় জনতার হাতে লম্পট আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরে কিশোর-কে বলাৎকারের সময় জনতার হাতে আটক হয়েছে এক লম্পট। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে দেয়া হয়েছে। লম্পট বাবুল (৪০) ওই গ্রামের নুরুল হকের পুত্র। গতকাল সোমবার রাত ৮ টায় ওই এলাকার মেহেদী হাসানের বাসার ছাদে নিয়ে যায় বাবুল। এ সময় কিশোরকে বলাৎকার করলে তার চিৎকারে লোকজন এসে বাবুল-কে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। এএসআই শিবলু মজুমদার তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে ওই কিশোর কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আলমগীর কবির বলেন, এ বিষয়ে মামলা হচ্ছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com