নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সৌদি আরব প্রবাসী সোহান আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, সাবেক চেয়ারম্যান মসুদ আহমেদ জিহাদী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য দিলবার হোসেন, আলাল মিয়া, আবুল কালাম আজাদ, আজিজুর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন- গত সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জের একদল সংঘবদ্ধ অস্ত্রধারী প্রকাশ্যে দাঁড়ালো ছুরি দিয়ে সোহানকে কুপিয়ে হত্যা করা হয়। ইতিপূর্বে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এই চক্র জড়িত। বক্তারা- জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার জোরদাবী জানানো হয়। অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। উল্লেখ্য- দুই সাপ্তাহ পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে সোহান আহমদ। স্বপ্নের দেশ যুক্তরাজ্যে যাওয়ার জন্য কিছুদিন পূর্বে পাঞ্জারাই গ্রামে বিয়ে করেন সোহান। স্বপ্ন ছিল স্ত্রী সহকারে যাবেন স্বপ্নের দেশ যুক্তরাজ্যে।